স্কুলের বেতন নিয়ে যতই বিতর্ক থাকুক পরীক্ষায় বসতে দিতে হবে সকলকেই: হাইকোর্ট
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলাঃ বেসরকারি স্কুলের বকেয়া বেতন নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল দ্বন্দ্ব। স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের এই দ্বন্দ্বের জেরে মামলায় যায় হাইকোর্টে। বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলা যায়। এ দিন একদিকে স্কুল, অন্যদিকে অভিভাবকরা অভিযোগ জানান। এই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ জানায় বকেয়া বেতনের জন্য কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে প্রতিটি ছাত্রছাত্রীকে। শুক্রবার স্কুল ফি মামলায় স্পষ্টভাবে এই নির্দেশ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এ দিন হাইকোর্ট দুটি ভাগে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার সুযোগের ব্যবস্থা করল অভিভাবকদের জন্য। আদালতের নির্দেশ ২৫ অক্টোবরের মধ্যে একদিকে বকেয়া বেতন, অন্যদিকে যে বকেয়া নিয়ে বিতর্ক রয়েছে, সেই অংকের টাকাও স্কুলকে মেটাতে হবে। স্কুল ওই টাকা পৃথকভাবে জমা রাখবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। ২৫ অক্টোবরের পর স্কুলগুলি পৃথকভাবে কত টাকা কোন পড়ুয়ার থেকে পাওয়া গেল, এ ব্যাপারে তালিকা তৈরি করবে। আগামী ৩ ডিসেম্বর পরবর্তী শুনানিতে সেই তালিকা আদালতকে জমা দিতে হবে।