HighlightNewsদেশ

আরটি-পিসিআর করোনা পরীক্ষার জন্য সমস্ত রাজ্যে ৪০০ টাকার বেশি নেওয়া যাবে না; সুপ্রিম নোটিশ

টিডিএন বাংলা ডেস্ক: একদিকে দেশে উত্তরোত্তর বেড়েই চলেছে করোনার সংক্রমণ আর তার সাথেই প্রতিটি রাজ্যে জোর দেওয়া হয়েছে করোনার নির্ধারণের পরীক্ষা বা আরটি-পিসিআরএর ওপরে। আর এই পরীক্ষার জন্য কোন নির্ধারিত মূল্য না থাকায় একেকটি জায়গায় এক এক রকম মূল্য চাওয়া হয়ে থাকে। এই পরিস্থিতিতে বেশিরভাগ ক্ষেত্রেই এই পরীক্ষার জন্য অত্যধিক খরচের ভয়ে অনেকেই পরীক্ষা কেন্দ্রমুখী হতে চাইছেন না। এই বিষয়টিকে মাথায় রেখেই সম্প্রতি শীর্ষ আদালতে একটি আবেদনপত্রে বলা হয়, দেশে আরটি-পিসিআর পরীক্ষার মূল্য ৪০০ টাকা নির্ধারণ করা উচিত। এর ফলে উপকৃত হবেন সাধারন মানুষ এবং আরো বেশি করে করোনা পরীক্ষা করা সম্ভব হবে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে চলতে থাকা মামলার শুনানির পর সুপ্রিম কোর্ট করোনাভাইরাসের পরীক্ষা আরটি-পিসিআরএর মূল্য নির্ধারণ করার জন্য কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত প্রদেশ গুলিকে একটি নোটিশ জারি করেছে। ওই নোটিশে আগামী দুই সপ্তাহের মধ্যে এ প্রসঙ্গে জবাব চেয়েছে শীর্ষ আদালত।

Related Articles

Back to top button
error: