টিডিএন বাংলা ডেস্ক: রাজস্থানের গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে সোমবার এক স্থানে বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী মন্তব্য করেন, “যারা দুইয়ের অধিক সন্তান নেবে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত।” তিনি আরো বলেন, “এমন যেন না হয় যে, কেউ পাঁচটা বিয়ে করে দুটো করে সন্তান নিচ্ছে।” রাজেস্থানে বর্তমানে ক্ষমতায় আছে কংগ্রেসের। তার মতে রাজস্থানে ব্যাপক ভাবে ধর্মান্তকরণ করা হচ্ছে। লাভ জিহাদের মাধ্যমে হিন্দু নারীদের ফাঁসিয়ে ধর্মান্তকরণ করা হচ্ছে। কংগ্রেস সরকার উদ্দেশ্যে তিনি বলেন, “কংগ্রেসের উচিত রাজনীতি না করে হিন্দু নারীদের রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা।”
উল্লেখ্য যে, বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী বরাবরই বিতর্কিত এবং সাম্প্রদায়িক মন্তব্য করার জন্য বিখ্যাত। তার বিরুদ্ধে বহুবার সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশ সরকার রাজনৈতিকভাবে সংকটে ভুগছে। কিছুদিন আগেই পঞ্চায়েত ভোটে তাদের চরম ভরাডুবি হয়েছে। এমতাবস্থায় হিন্দুত্ব ভোটব্যাঙ্ককে নিশ্চিত করতে একাধিক হিন্দুত্ববাদী প্রচার শুরু করেছে বিজেপি। তারই অংশ হিসেবে দুই সন্তান নিয়ে জোর প্রচার শুরু করেছে তারা।