কোনো মুসলিমকে টিকিট দেওয়া হবে না, কর্ণাটকের বিজেপি মন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়

টিডিএন বাংলা ডেস্ক: কোনো মুসলিমকে টিকিট দেওয়া হবে না। এমনই মন্তব্য করে বিতর্কের শিরোনামে উঠে এলেন কর্ণাটকের গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘হিন্দু সম্প্রদায়ের যে কোনও ব্যক্তিকে টিকিট দিতে পারি আমরা। সে ব্রাহ্মণ হোক বা লিঙ্গায়েত, কুরুবা হোক বা ভোক্কালিগা। কিন্তু কোনও মুসলিমকে কখনও টিকিট দেওয়া হবে না।’’ এদিকে কর্ণাটকের মন্ত্রীর এই বক্তব্যে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে।