HighlightNewsদেশ

কংগ্রেস ছাড়া কোনো বিরোধী ফ্রন্ট সম্ভব নয়: শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রের লক্ষণ, কিন্তু আমাদের কথা বলতে দেওয়া হয় না, মন্তব্য জয়রাম রমেশের

টিডিএন বাংলা ডেস্ক: জয়রাম রমেশ বলেছেন ২০২৪ সালের নির্বাচনের জন্য খুব তাড়াতাড়ি ফ্রন্ট গঠন করার প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে আমাদের ফোকাস রাজ্যগুলির দিকে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ একটি সাক্ষাতকারে সংসদে কংগ্রেস এবং টিএমসি-সমাজবাদী পার্টির তৃতীয় ফ্রন্টের বিষয়ে এমনই মন্তব্য করেছেন। তিনি বলেন, কংগ্রেস ছাড়া কোনো বিরোধী ফ্রন্ট শক্তিশালী নয়। আপনি যতই ফ্রন্ট তৈরি করুন না কেন, তাদের মধ্যে কংগ্রেস থাকা দরকার।
অন্যদিকে, সংসদীয় কার্যক্রম সম্পর্কে জয়রাম বলেন, সংসদে বিরোধীদের কথা বলতে দেওয়া উচিত। এটাই গণতন্ত্রের ভিত্তি, কিন্তু আমাদের কথা বলতে দেওয়া হয় না। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, মানুষ এভাবে মিটিং করতে থাকে, ফ্রন্ট তৈরি হতে থাকে। তৃতীয় ফ্রন্ট, চতুর্থ ফ্রন্ট, পঞ্চম ফ্রন্ট তৈরি হতেই থাকবে তবে বিরোধী দলে কংগ্রেস থাকা দরকার। তিনি বলেন, বিরোধী সংগঠন তৈরি হলে তাতে কংগ্রেসের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। কংগ্রেস ছাড়া কোনো বিরোধী ফ্রন্ট সম্ভব নয় এবং ২০২৪ সালের নির্বাচনের জন্য খুব তাড়াতাড়ি একটি ফ্রন্ট গঠন করা প্রয়োজন। এই মুহূর্তে কর্ণাটকে নির্বাচন, তারপর তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, মিজোরামে নির্বাচন হবে। ২০২৩ সালে, আমরা রাজ্য নির্বাচন নিয়ে ব্যস্ত থাকব। ২০২৪ পরে দেখা হবে। এখন মিটিং চলতেই থাকবে।
জয়রাম বলেন, তৃণমূল, সমাজবাদীর বৈঠক বড় কথা নয়। মানুষ এভাবে মিটিং করতে থাকে, ফ্রন্ট তৈরি হতে থাকে। বিরোধী দলকে কথা বলতে না দিলে গণতন্ত্র বাঁচবে কী করে? যদি স্বল্পমেয়াদী মিটিং না হয়, আমাদের যদি গতি স্থগিত করার নোটিশ না দিতে দেওয়া হয়, যদি আদানি ইস্যু, চীন, অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে না দেওয়া হয়, তাহলে গণতন্ত্র বলা যাবে কীভাবে? সংসদীয় গণতন্ত্রের প্রথম নিয়ম হলো বিরোধী দল তার মতামত রাখবে এবং ক্ষমতাসীন দল তার নিজের মত করে কাজ করবে। আমরা ভালো করেই জানি যে আমাদের উচ্চকক্ষে খুব কম এমপি আছেন, কিন্তু আমাদের সমস্যা হলো সরকার আমাদের মনের কথা বলতেও দেয় না।

Related Articles

Back to top button
error: