Highlightদেশ

কোভ্যাকসিন নিলে নিষিদ্ধ প্যারাসিটামল

টিডিএন বাংলা ডেস্ক : করোনার প্রতিষেধক নিলে গায়ে ব্যথা কিংবা জ্বর খুব সাধারণ বিষয়। সে ক্ষেত্রে অনেকেই প্যারাসিটামল খেয়ে থাকেন। কোভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক বলছে, এই টিকা নিলে প্যারাসিটামল খাওয়া যাবেনা।

সংস্থার পক্ষ থেকে টুইটে জানানো হয়েছে এই তথ্য। বিশেষ করে কিশোর-কিশোরীরা কোভ্যাকসিন নিলে এই ওষুধ খেতে পারবে না। কারণ এই ওষুধ খেলে শরীরে প্রত্যাশিত ইমিউনিটি নাও তৈরি হতে পারে। ঘটনা হল টিকা কেন্দ্রই ৫০০ মিলিগ্রামের তিনটি প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দিচ্ছে। কোভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, করোনার অন্য টিকা নেওয়ার পর প্যারাসিটামল খাওয়া যেতে পারে। তবে কোভ্যাকসিনের ক্ষেত্রে নয়।

সংস্থার বক্তব্য, দেশের তিরিশ হাজার স্বেচ্ছাসেবকের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে। তাতে দেখা গেছে, ১০-২০% টিকা প্রাপকের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সেগুলি এতই মৃদু যে কোনও চিকিৎসা ছাড়াই এক দু দিনের মধ্যে সেরে যায়। এর জন্য ওষুধ খাওয়ার দরকার নেই। একান্তই প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ জরুরি। চিকিৎসকদের মতে, শরীরে ইনফ্লামেশন সৃষ্টির একটি প্রক্রিয়া আছে। ইনজেকশনের জায়গায় সেই ইনফ্লামেশন প্রক্রিয়াটি প্যারাসিটামল বা অন্য পেনকিলার বাধা দেয়। এতে শরীরে অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়াটি ব্যাহত হতে পারে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যথার ওষুধ খেতে নিষেধ করে যে কোনও টিকা নেওয়ার ক্ষেত্রে।

Related Articles

Back to top button
error: