অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অবশেষে স্নাতক হলেন নোবেলজয়ী মালালা
টিডিএন বাংলা ডেস্কঃ আনুষ্ঠানিক ভাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেন সর্ব কনিষ্ঠ নোবেল জয়ী মালালা ইউসুফজাই। আসলে ২০২০ সালেই স্নাতক হন মালালা, কিন্তু সেসময় করোনা সংক্রমণের আধিক্যের জন্য কনভোকেশন অনুষ্ঠান হয়নি। একবছর পর আনুষ্ঠানিক ভাবে তিনি ডিগ্রি পেলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করলেন ২৪ বছর বয়সী মালালা। চিরাচরিত ডিগ্রিধারীর কালো গাউন পরে মালালা বিশেষ এই দিনটির বেশ কয়েকটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লেখেন, “দৃশ্যত আমি একটি ডিগ্রি অর্জন করেছি।”
নবপরিণীতা মালালার স্নাতক ডিগ্রি নেওয়ার ওই মুহূর্তটিতে সঙ্গী ছিলেন তাঁর স্বামী আসার মালিক। নিজের টুইটার অ্যাকাউন্টে আসার মালিক স্ত্রী মালালার ডিগ্রি পাওয়ার ছবি পোস্ট করেন। মালালাও ইনস্টাগ্রামে খুশির মুহূর্তের ছবি পোস্ট করেন। নারী শিক্ষার কথা বলে মাত্র ১২ বছর বয়সে গুলি খেতে হয় তাঁকে। এরপর গুরুতর আহত মালালাকে পাকিস্তান থেকে লন্ডনে চিকিৎসার জন্য উড়িয়ে আনা হয়। এরপর থেকে লন্ডনেই পরিবার নিয়ে বসবাস শুরু করেন। মাত্র ১৭ বছর বয়সে সর্ব কনিষ্ঠ হিসেবে শান্তিতে নোবেল পুরষ্কার পান। খুব সম্প্রতি আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে।
সংবাদ সূত্র- পুবের কলম পত্রিকা