HighlightNewsরাজ্য

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ভেঙে হচ্ছে ৫ টি জেলা! চলছে জল্পনা

টিডিএন বাংলা ডেস্ক : উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাকে ভেঙে গড়া হবে নতুন ৫ টি জেলা! এমনই জল্পনা শুরু হয়েছে রাজ‍্য প্রশাসনে। এই পরিকল্পনা এখন নয় বরং আগেই করা হয়েছিল। এবার সেই উদ্দেশ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষমহলে চলছে আলোচনা। সংশ্লিষ্ট সূত্রের খবর, কী ভাবে ভাগ করা হবে, তার রূপরেখা নিয়েই চর্চা চলছে নবান্নের অন্দরে।

মনে করা হচ্ছে, উত্তর ২৪ পরগনাকে ভেঙে দু’টি পৃথক জেলা করা হবে। বসিরহাট সংলগ্ন সীমান্ত এলাকা গুলিকে নিয়ে আলাদা জেলা করা হবে। বাকি অংশ সাবেক উত্তর ২৪ পরগনা জেলাতেই থাকবে। অন‍্যদিকে দক্ষিণ ২৪ পরগনাকে ভেঙে দু’টি অথবা তিনটি জেলা তৈরি করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, আলিপুর সদর এবং ডায়মন্ড হারবার নিয়ে হবে একটি জেলা। তাতে কমপক্ষে ১০টি ব্লক থাকতে পারে। বারুইপুর এবং ক্যানিং নিয়ে হবে দ্বিতীয় জেলা। এই জেলাতে ১১টি ব্লক থাকতে পারে। আর সুন্দরবনকে নিয়ে আলাদা একটি জেলা তৈরি করার কথা মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন।

উল্লেখ্য যে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা দুটি অনেক বৃহৎ। এর জনসংখ্যাও অনেক বেশি। যার ফলে দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রশাসনিক জটিলতা চলছিল। দূরের সীমান্তবর্তী এলাকা গুলিতে প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছিল। এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনিক লেবেলে এই জেলাগুলিকে ভাগ করার দাবি উঠছিল বহুদিন থেকেই। তবে ঠিক কবে নাগাদ এই ভাগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তা এখনও জানা যায়নি।

Related Articles

Back to top button
error: