২৮৮ নয়, ওড়িশা ট্রেন দুর্ঘটনায় মৃত ২৭৫: কিছু মৃতদেহ দুবার গণনা করা হয়েছে, জানালেন ওড়িশার মুখ্য সচিব; ইন্টারলকিং ও সিগন্যালে গোলযোগের কারণে দুর্ঘটনা, জানিয়েছে রেল

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্কঃ ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনার দু’দিন পর, ওড়িশা সরকার দাবি করেছে, এই দুর্ঘটনায় ২৮৮ নয়, ২৭৫জন মারা গেছেন। ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা জানিয়েছেন, কিছু মৃতদেহ দুবার গণনা করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১১৭৫ জন। যার মধ্যে ৭৯৩ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।


এদিকে, রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনার কারণ জানিয়ে বলেন, ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা দায়ীদেরও চিহ্নিত করেছি। অন্যদিকে, রেলওয়ে বোর্ডের অপারেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সদস্য জয়া ভার্মা বলেন, সিগন্যালে সমস্যা ছিল। শুধু করোমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছিল। দুর্ঘটনার সময়, ট্রেনের গতিবেগ ছিল ১২৮ কিমি/ঘন্টা। সংঘর্ষের পর পণ্যবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়নি। যেহেতু মালামাল ট্রেনে লোহা বোঝাই ছিল। যে কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করোমন্ডল এক্সপ্রেস। এই কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। জয়া ভার্মা আরও জানান, রাত ৮টার মধ্যে ২টি লাইন ঠিক করা হবে। যার উপর দিয়ে ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করবে।