টিডিএন বাংলা ডেস্কঃ গত ৩০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের ৩টি বিধানসভা এলাকা ভবানীপুর, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে অনুষ্ঠিত হয় উপনির্বাচন। আজ রবিবার চলছে তার ভোট গণনা। ভোট গণনা চলাকালীনই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদীকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিলো, নির্বাচনে যে রাজনৈতিক দলই বিজয়ী হোক না কেন অতিমারি জনিত কারণে ভোট-পরবর্তী বিজয় উৎসব করা যাবে না। পাশাপাশি নির্বাচন কমিশন ভোট পরবর্তী হিংসা নিয়ন্ত্রনেও রাজ্য প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে। উল্লেখ্য যে, গত ২মে বিধানসভা নির্বাচনের সময়ও অতিমারির কারণে ভোট পরবর্তী বিজয় উল্লাসে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন।
বিজয় উৎসবে না নির্বাচন কমিশনের, নির্বাচন পরবর্তী হিংসা রোধেও বিশেষ গুরুত্ব আরোপ
প্রতিকী ছবি