টিডিএন বাংলা ডেস্ক : কোভিডে মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। বুধবার শীর্ষ আদালতে এক হলফনামায় একথা জানায় কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি সুপ্রিমকোর্ট কেন্দ্রকে একটি গাইডলাইন তৈরির নির্দেশ দেয়। জানায় করোনায় স্বজন হারানো পরিবারকে কোন খাতে ক্ষতিপূরণ দেওয়া হবে, সে ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়ে আদালতকে জানাতে। সেই প্রশ্নের উত্তরেই ক্ষতিপূরণের যাবতীয় দায় রাজ্য সরকারের ওপর চাপাল মোদি সরকার। একটি হলফনামা দিয়ে জানানো হয়, ২০২০ জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৪ লক্ষ। মৃতদের পরিবারকে রাজ্যগুলোর বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে দেওয়া হবে ক্ষতিপূরণ এর টাকা। সংশ্লিষ্ট জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা তহবিলের মাধ্যমে এই টাকা দেওয়া হবে। তবে তারজন্য ডেথ সার্টিফিকেট দরকার। সেই টাকা দিতে হবে রাজ্যকে।
এদিন আদালতে কেন্দ্রীয় সরকার জানায়, করোনায় মৃত্যু হলে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। গোটা বিষয়টি তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন সহকারি জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সরকারি স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রিন্সিপাল এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। উল্লেখ্য এর আগে করোনায় মৃত্যু হলে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফে। সেই সময় মাথাপিছু ৩ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে মোদি সরকার। কিন্তু এই ঘোষণার এক সপ্তাহের মধ্যে কোনও কারণ না জানিয়েই সেই টাকা বন্ধ করে দেয় সরকার। এই নিয়ে বিরোধীরা সরব হয়। কিন্তু কোনও সদুত্তর মেলেনি কেন্দ্রের তরফে। কয়েকদিন বাদেই অবশ্য এর কারণ পরিষ্কার হয় রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে। কেন্দ্র সম্ভবত আগেই টের পেয়েছিল এই মৃত্যু-মিছিল এত সহজে রোখা যাবে না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে খারাপ। সেই কারণেই এর আগে বন্ধ হয়েছিল ক্ষতিপূরণ। আর এবার নিজেদের দায় এড়াতে সমস্ত বিষয়টি রাজ্য সরকারের কাঁধে চাপিয়ে দিল কেন্দ্র।