টিডিএন বাংলা ডেস্ক : যশবন্ত সিনহা নন। মুকুল রায়ও নন। রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর আসনে যাচ্ছেন প্রাক্তন IAS অফিসার জহর সরকার। শনিবার এমনই জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
২০২১ এর নির্বাচনের কিছু আগে ফুল বদল করেছিলেন দীনেশ। সৌজন্যবশত রাজ্যসভা পদ থেকেও ইস্তাফা দেন তিনি। ওই আসনে ৯ আগস্ট উপনির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই আসনেই তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসাবে দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংয়ের নাম প্রায় চূড়ান্ত বলেই শোনা যাচ্ছিল। এমনকি নাম ঘুরছিল মুকুল রায়েরও। কিন্তু সব হিসাব উল্টে দিয়ে নাম চূড়ান্ত হল প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকারের।
যেহেতু রাজ্যসভার আসন, তাই সেই নির্বাচনে ভোট দেবেন শুধুমাত্র বাংলার বিধায়কেরা। ফলে জহর সরকারের নির্বাচিত হওয়া নিয়ে কোনও সন্দেহ নেই।তৃণমূল সূত্রে খবর, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফোন করেছিলেন তাঁকে।প্রসার ভারতীর প্রাক্তন এই সিইও-কে রাজ্যসভায় প্রার্থী হওয়ার প্রস্তাব দেন তিনিই। তাতেই সম্মতি দেন মোদি বিরোধী প্রাক্তন এই আমলা। এরপরেই এদিন বেলার দিকে তৃণমূলের তরফে টুইট করে জানিয়ে দেওয়া হয় যে দেশের এই প্রাক্তন আমলাই এবারে রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন।
এনআরসি বা সিএএ। মোদি সরকারের সমালোচনা করেছিলেন খোলাখুলি।এমনকী সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র-রাজ্য যে তরজা শুরু হয়, তারও প্রতিবাদ করেছিলেন প্রাক্তন এই আইএএস। এমনকি এই ইস্যুতে মোদি ও অমিত শাহকে টুইটারে আক্রমণ করে লিখেছিলেন ‘মোদী-শাহ পাগল হয়ে গিয়েছেন।’ সেই জহর সরকার যদি রাজ্যসভায় যান, সন্দেহ নেই তাতে মোদি-শাহের অস্বস্তি বাড়বে বই কমবে না।