টিডিএন বাংলা ডেস্ক: কৃষি বিভাগে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় কৃষি দপ্তর শূন্যপদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কৃষি বিভাগে কাজ করতে ইচ্ছুক যে কোনো রাজ্যের চাকরিপ্রার্থীরা পদগুলিতে আবেদন করতে পারবেন। এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। তবে একটি পদে নয় একধিক পদে নিয়োগ হবে। আর সব পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স একই নয়। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন ভিন্ন।
সম্প্রতি জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, কৃষি দপ্তরে মোট ৫০০০ শূন্যপদে এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে। মূলত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফিল্ড অফিসার, জুনিয়র সার্ভে অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং মাল্টি টাস্কিং ওয়ার্কার পদগুলিতে নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর রাখা হয়েছে। তবে সংরক্ষিতদের জন্য বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ২১ জুলাই পর্যন্ত অনলাইনের আবেদন নেওয়া হবে।