শীতের পথে বাধা নিম্নচাপ, কবে পড়বে জাঁকিয়ে শীত?
টিডিএন বাংলা ডেস্ক : কবে পড়বে শীত? নভেম্বর প্রায় শেষ হতে চলল। কিন্তু শীতের পাত্তা নেই। সেই প্রশ্নের জবাব দিল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, বেশ কয়েকদিন তাপমাত্রার পতন ঘটে। তবে তাপমাত্রা এমনভাবে নামতে শুরু করলেও, এর মেয়াদ বেশিদিন নাও হতে পারে। তাদের ব্যাখ্যা, সোমবার আন্দামান সাগরের কাছে ফের একটি নিম্নচাপ ঘনিয়ে উঠছে। মৌসম ভবন প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, আন্দামান সাগর ও সংলগ্ন এলাকা ঢেকে গিয়েছে ঘন মেঘে। আবহবিদদের বক্তব্য, এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম-উত্তর পশ্চিমে অন্ধ উপকূলের দিকে এগোবে। এরফলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আন্দামান দ্বীপপুঞ্জ ও সংলগ্ন এলাকার ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বাংলা থেকে বহু দূরে থাকার জন্য এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব এখানে পড়বে না। তবে জলীয়বাষ্পের উপস্থিতি বাংলায় সাময়িকভাবে শীতের অগ্রগতি ফের রুদ্ধ করে দিতে পারে।