টিডিএন বাংলা ডেস্কঃ ২ জুন, ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছেন ১১ শতাধিক মানুষ। দুর্ঘটনার ৩৯ ঘণ্টা পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনার কারণ জানালেন। তিনি বলেন, ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণেই এই দুর্ঘটনা ঘটে। আমরা এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদেরও চিহ্নিত করেছি। উল্লেখ্য, ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম হল এমন একটি সিস্টেম যেখানে ট্রেনের ট্র্যাক স্থির করা হয়।
একইসঙ্গে, কবচ সিস্টেমের অনুপস্থিতিকে এই দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচনা করতে অস্বীকার করে রেলমন্ত্রী বলেন, এর সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই। এরপর, বুধবারের মধ্যে কাজ শেষ করে ট্রেন চলাচল শুরু হবে বলে দাবি করেন রেলমন্ত্রী।
এদিকে, রেলওয়ে বোর্ড জানিয়েছে, সিগন্যালে সমস্যা হয়েছে। করোমন্ডল এক্সপ্রেস যখন ১২৮ কিমি/ঘন্টা বেগে যাচ্ছিল তখন ট্রেনের সাথে সংঘর্ষ হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছন। হাসপাতালে আহতদের সঙ্গে দেখাও করেন তিনি। তিনি বলেন, দুর্ঘটনার জন্য যারাই দোষী হোক না কেন, তাদের রেহাই দেওয়া হবে না। আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ব্যবস্থাকে সংশোধন করব। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছে, আমাদের সহানুভূতি দুর্ঘটনায় নিহতদের প্রতি।