টিডিএন বাংলা ডেস্ক : তালিবানদের হাত থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু করোনার ছোবল থেকে রক্ষা পেলেন কই! আফগানিস্তান থেকে ভারতে আসা ১৬ জন করোনা সংক্রমণে আক্রান্ত বলে খবর মিলেছে। এমনকী যে তিনজন শিখ ধর্মগ্রন্থ ‘গ্রন্থসাহেব’ এনেছিলেন, সেই ৩ জনও রয়েছেন আক্রান্তের তালিকায়।
৭৮ জন যাত্রীকে কাবুল থেকে একটি বিশেষ বিমানে তাজাকিস্তান হয়ে নয়াদিল্লি আনা হয়। তাদের মধ্যে ১৬ জন করোনা আক্রান্ত। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। আফগানভূমি থেকে যাদের ফিরিয়ে আনা হচ্ছে, তাদের কোভিড টেস্টের বিষয়টি নিয়ে সচেতন ছিল দিল্লি। বিমানবন্দরেই তাদের পরীক্ষা করা হয়। তাদেরকে দেওয়া হচ্ছে পোলিও টিকাও। আর ওই পরীক্ষাতেই তাদের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। আক্রান্তদের সঙ্গে থাকার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আপাতত সকলকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা কেউই এখনই নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না।
আফগানিস্তান থেকে আসা গ্রন্থসাহেব মাথায় নিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেন, “এ পর্যন্ত আফগানিস্তান থেকে মোট ৬২৬ জনকে উড়িয়ে আনা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ২২৮ জন ভারতীয় নাগরিক। এছাড়া ৭৭ জন তাদের মধ্যে হলেন আফগানি শিখ। আফগান মুলুক থেকে আরও অনেককে দেশে ফেরানো হবে। সেই প্রক্রিয়া চলছে।”