আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান কেন্দ্রের; সব সংগঠনকেই ডাকতে হবে পাল্টা দাবি পাঞ্জাব কিষান সংঘর্ষ কমিটির

ছবি সৌজন্যে লেখরাজের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি সীমান্তে লাগাতার পাঁচ দিন ধরে আন্দোলনরত কৃষকদের সঙ্গে অবশেষে নিঃশর্ত বৈঠকে বসার আহ্বান জানাল কেন্দ্র। যদিও এই প্রস্তাবে দারাজ কৃষক সংগঠনের সদস্যরা। পাঞ্জাব কৃষক সংঘর্ষ কমিটির দাবি, শুধুমাত্র ৩২টি কৃষক সংগঠনকেই আলোচনায় বসার জন্য আহ্বান জানাতে হবে দেশের প্রত্যেকটি কৃষক সংগঠনকে। আজ দুপুর তিনটে আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসার জন্য আহবান জানিয়ে চিঠি পাঠান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

 

কেন্দ্রের ওই চিঠির জবাবে আন্দোলনরত কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে পাঁচশ’র বেশি কৃষক সংগঠন রয়েছে। কেন্দ্রের সঙ্গে এই বৈঠকে দেশের সমস্ত কৃষক সংগঠনগুলিকে আহ্বান জানাতে হবে বলে পাল্টা দাবি করেন তাঁরা। কৃষক সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলার আগে এদিন সকাল ১০:৩০ নাগাদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেন শীর্ষ নেতৃত্বরা। এদিন দুপুর তিনটের সময় কৃষক সংগঠনগুলির সঙ্গে হতে চলা বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও সোমপ্রকাশ।