ওমিক্রনকে শনাক্ত করবে ওমিশিওর

টিডিএন বাংলা ডেস্ক : ওমিক্রনকে শনাক্ত করার কিট এল বাজারে। ছাড়পত্র দিল আইসিএমআর। এটি দেশের প্রথম টেস্ট কিট, যা ওমিক্রনকে শনাক্ত করার জন্য তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ওমিসিওর।

বাড়িতে বসে করোনা পরীক্ষার জন্য সেলফ কিট অনুমোদন পেয়েছে দেশে। দেশে এখন ওমিক্রনের দাপট। এই পরিস্থিতিতে চটকরে ওমিক্রন চিহ্নিত করতে টেস্ট কিট আনল টাটা গোষ্ঠীর মেডিকেল শাখা। কোভিড ভাইরাসের ক্ষেত্রে যে তিনটি জিন শনাক্ত করা হয়, সেগুলি হল এস-জিন, এন-জিন ও ই-জিন। ওমিক্রনের ক্ষেত্রে এস-জিনটিকে চিহ্নিত করতে ব্যর্থ থার্মো ফিশারের টেস্ট কিট। সেই অভাব পূর্ণ করবে নয়া দেশীয় কিট।

খুব কম সময়ে ওমিক্রন চিহ্নিত করতে বিশেষ আরটিপিসিআর পদ্ধতি আবিষ্কার করেছে আইসিএমআর। সেইমতো সংশ্লিষ্ট প্রযুক্তির উন্নতি এবং বাণিজ্যিকীকরণের জন্য ১৭ ডিসেম্বর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ডেকেছিল দেশের শীর্ষ স্বাস্থ্য সংস্থা। আইসিএমআর জানায়, মেধাস্বত্ব বাণিজ্যিকীকরণ সহ প্রযুক্তির মালিক তারাই। তারপরই ওমিক্রন চিহ্নিত করতে টাটার কিটে মিলল ছাড়পত্র।