ওমিক্রন কম ক্ষতিকারক, তার প্রমাণ নেই! বলছেন লন্ডনের গবেষকরা

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : দ্রুত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন। বারবার প্রশ্ন উঠছে, ডেল্টা থেকে ওমিক্রন বেশি ক্ষতিকারক কীনা। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা বলছেন, ওমিক্রন যে কম ক্ষতিকারক তার কোনও প্রমাণ নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন-এর কথায়, করোনার নতুন প্রজাতিকে কম ক্ষতিকারক ধরে নিয়ে হাত গুটিয়ে বসে থাকাটা ঠিক নয়। টিকাপ্রাপ্তকেও সংক্রমিত করেছে এই প্রজাতি। এবার এই অশনিসংকেত উঠে এলো সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে লেখা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের চিঠিতে। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, ডেল্টার থেকে অন্তত তিনগুণ বেশি সংক্রামক এই ভ্যারিয়েন্ট। সংক্রমণ রোখার জন্য স্থানীয় এবং জেলাস্তরে তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কনটেইনমেন্ট সংক্রান্ত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সবাই ওয়ার রুম তৈরি রাখুন।”

সংক্রমণের গ্রাফ বাড়ছে দেখে কর্ণাটক সরকার বিশেষ বিজ্ঞপ্তি জারি করে। তাতে জানানো হয় ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি রাজ্যে কোনও রকম পার্টি বা জমায়েত করা যাবে না। পরিস্থিতি সামাল দিতে আগাম পদক্ষেপ হিসেবে রাজ্যগুলিকে একগুচ্ছ পরামর্শ দিয়েছে কেন্দ্র।