টিডিএন বাংলা ডেস্ক : বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার রাজধানী শহর। করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত সন্দেহে ১২জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন আগেই তারা বিদেশ সফর করে দিল্লিতে ফিরেছেন। তাদের নমুনা সংগ্রহ করে জেনোম টেস্টের জন্য পাঠানো হয়।
আতঙ্কের আরেক নাম এখন ওমিক্রন। করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা থিতু হতেই, মাথাচাড়া দিয়েছে এই নতুন স্টেন। বেঙ্গালুরুতে বৃহস্পতিবার ওমিক্রন আক্রান্ত দুজনের খোঁজ মিলেছে। এরপর মুম্বইতেও একই আতঙ্ক ছড়ায়। এবার সেই একই আতঙ্ক রাজধানী শহরে। সংবাদমাধ্যম সূত্রে খবর,ওই ১২ জনকে দিল্লির লোকনায়ক জয় প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ জন বৃহস্পতিবার রাতেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সুরেশ কুমার জানিয়েছেন, “৪জন ব্রিটেন, ৪জন ফ্রান্স, ১জন তানজানিয়া এবং আরেকজন বেলজিয়াম থেকে দিল্লিতে এসেছিলেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাদের প্রত্যেকেরই জ্বর রয়েছে।”
সুরেশ কুমার আরও জানিয়েছেন, জেনোম রিপোর্ট আসতে ৩-৪ দিন সময় লাগবে। তারপরেই বোঝা যাবে তারা করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত কিনা।