জয়পুরে ৯ জনের শরীরে মিলল ওমিক্রন

টিডিএন বাংলা ডেস্ক : দেশজুড়ে সংক্রমণ কমলেও আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। রাজস্থানের জয়পুরে ৯ জনের দেহে মিলল এই সংক্রমণ। এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। মুখ্য স্বাস্থ্য আধিকারিক নরোত্তম শর্মা জানান, যে ৯ জনের শরীরে ওমিক্রনের উপস্থিতি মিলেছে, তারা প্রত্যেককেই উপসর্গহীন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কন্ট্রাক্ট ট্রেসিং চলছে। যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার, তা নেওয়া হচ্ছে।

ডেল্টা ত্রাস মিটতে না মিটতেই আবার সিঁদুরে মেঘ দেখাতে শুরু করেছে ওমিক্রন। হু বলেছে এই ভ্যারিয়েন্ট ততটা ভয়াবহ নাও হতে পারে। কিন্তু ওমিক্রনের দাপট যেভাবে রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে তাতে করোনার তৃতীয় ঢেউ কার্যত দোরগোড়ায় বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। আইআইটির বিজ্ঞানী মনীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, ওমিক্রনের দাপটে আগামী ফেব্রুয়ারিতে হয়তো শিখরে উঠবে করোনার তৃতীয় ঢেউ। তবে তা দ্বিতীয় ঢেউয়ের মতো অতোটা ভয়ঙ্কর হবেনা বলে দাবি তার।

এখনও পর্যন্ত দেশে করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছে যেসব রাজ্যের মানুষ সেগুলি হল, রাজস্থান, কর্ণাটক, মহারাষ্ট্র ও গুজরাত।