লকডাউনের প্রথম দিনেই দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: লকডাউনের প্রথম দিনেই দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো ওয়েলফেয়ার পার্টি। রবিবার পার্টির বজবজ ব্লকের পক্ষ থেকে ৭০ টি পরিবারকে চালের প্যাকেট ও পোশাক তুলে দেওয়া হয়। পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজারও বিতরণ করা হয়। প্রত্যেক পরিবার যেন করোনা মহামারী থেকে নিজেদেরকে বাঁচাতে পারে সে ব্যাপারে সচেতন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফিটুর রাজ্য সভাপতি সেখ মোজাফফর, পার্টির ব্লক সভাপতি সেখ সরিফুল ইসলাম, ব্লক সম্পাদক আলিমুদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।