HighlightNewsরাজ্য

৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাসপাতালে অসুস্থ রোগীদের ফল বিতরণ এসআইও-র

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, করিমপুর: মঙ্গলবার ১৯অক্টোবর ৪০তম বছরে পা রাখল সর্বভারতীয় ছাত্র সংগঠন এসআইও। দিনটি সারা রাজ্যজুড়ে ছাত্র দিবস হিসেবে পালিত হল। তারই অঙ্গ হিসেবে নদিয়ার করিমপুর ব্লকেও বিভিন্ন কর্মসূচী নেয় এসআইও- ছাত্ররা। এদিন সকালে সংগঠনটির জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কর্মসূচী। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সফিকুল ইসলাম মন্ডল, জেলা সম্পাদক জসিমউদ্দিন সেখ, ব্লক প্রেসিডেন্ট আব্দুল খাবির বিশ্বাস সহ এলাকার ছাত্ররা। বিভিন্ন কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের সামনে তাদের নৈতিক মান উন্নয়নের লক্ষ্যে বক্তব্যও দেন তারা। অবশেষে সংগঠনটির এক প্রতিনিধি দল দেখা করেন নতিডাঙ্গা গ্রামীন হাসপাতালে ভর্তি অসুস্থ রোগীদের সাথেও। কুশল বিনিময় করে তাদের হাতে কিছু ফলমূলও তুলে দেয় তারা। জেলা সভাপতি সফিকুল ইসলাম মন্ডল বলেন, এসআইও নামক এই প্ল্যাটফর্মে ছাত্র সমাজ খুঁজে পায় সফলতার উৎস, মুক্তির সোপান। যৌবন ও জীবনকে দেশ ও দশের নামে উৎসর্গ করতে ৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আমাদের এই কর্মসূচি।

Related Articles

Back to top button
error: