বিপর্যয়কর এবং বিভাজনকারী শক্তিগুলিকে প্রত্যাখ্যান করার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ; টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা দিলেন মেহবুবা মুফতি

টিডিএন বাংলা ডেস্ক: ভোট গণনার দিন সকাল থেকে চিত্রটা একটু আলাদা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাংলায় ফের তৃণমূলের প্রত্যাবর্তনের হাওয়া জোরদার হয়ে উঠেছে। ইতিমধ্যেই ২০০-র গণ্ডি পেরিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে বিজেপি প্রথমদিকে ১০০-র গণ্ডি দ্রুত পেরিয়ে ফেললেও বেলা বাড়ার সাথে সাথে সেই প্রবণতা ক্রমান্বয়ে নিম্নমুখী হতে থাকে। শেষ পাওয়া খবর অনুযায়ী তৃণমূল এগিয়ে রয়েছে ২০২ আসনে, বিজেপি এগিয়ে রয়েছে ৮৬ আসনে। এই পরিস্থিতিতে সম্ভাব্য জয়ের ব্যাপারে নিশ্চিত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি টুইট করে বাংলায় তৃণমূলের আগাম জয়ের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি বিজেপির মত বিপর্যয় কর এবং বিভাজনকারী শক্তিকে প্রত্যাখ্যান করার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

টুইটারে মেহবুবা মুফতি লিখেছেন,”আজকের অসাধারণ বিজয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং তৃণমূলকে শুভেচ্ছা।বাংলার মানুষকে অনেক ধন্যবাদ বিপর্যয় কর এবং বিভাজনকারী শক্তিগুলিকে প্রত্যাখ্যান করার জন্য।”