ফের ঠাণ্ডার আমেজ বাংলাতে, বেলার দিকে বাড়বে অস্বস্তি

প্রতিকি ছবি

টিডিএন বাংলা ডেস্ক : ফিরল ঠাণ্ডার আমেজ। বৃহস্পতিবার সকাল থেকেই ঠাণ্ডা ঠাণ্ডা ভাব। অথচ এই পরিস্থিতির কথা মঙ্গলবারও কল্পনা করতে পারিনি কেউ। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত দুর্বল হতেই বাতাসে জলীয় বাষ্প কমতে শুরু করেছে। তারই অনিবার্য পরিণতি তাপমাত্রার পতন।

তিন দিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা কমে গেল প্রায় সাড়ে তিন ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৫ ডিগ্রি বেশি। বৃহস্পতিবারও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি থেকেছে। তাপমাত্রার পারদে পতন দেখা দিয়েছে জেলাগুলিতেও। ইতিমধ্যে কোথাও কোথাও উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, সামনের কয়েকদিন তাপমাত্রার এমন পতন বজায় থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের কিছুটা উপস্থিতির জন্য বেলা বাড়লে অস্বস্তি বাড়বে।