চীন সীমান্তের কাছে মৃত অসমের এক শ্রমিক, নিখোঁজ ১৮

ছবি সুত্রঃ sentinelassam.com

টিডিএন বাংলা ডেস্ক: ভারত-চীন সীমান্তের কাছে অরুণাচল প্রদেশের কুরুং কুমে জেলায়, গত ১৪ দিন ধরে নিখোঁজ ১৯ জন শ্রমিকের মধ্যে ১ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত বাকি ১৮ জন শ্রমিকের কোনো তথ্য পাওয়া যায়নি। এই শ্রমিকরা সবাই দামিন এলাকায় বিআরওর (বর্ডার রোড অর্গানাইজেশন) সড়ক প্রকল্পের কাজে যুক্ত ছিলেন।

জানা গিয়েছে, গত ৫ জুলাই ১৯ জন শ্রমিক অসমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এরপর থেকেই তাঁরা নিখোঁজ। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিহত এক শ্রমিকের মৃতদেহ কুমি নদীর কাছে পাওয়া গিয়েছে। বাকি নিখোঁজ শ্রমিকদের খোঁজে তল্লাশি চলছে। শ্রমিকদের খোঁজে ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, ওই সমস্ত সব শ্রমিকরাই ঈদে বাড়ি যেতে চেয়েছিলেন। এঁরা সবাই
অসমের বাসিন্দা। ঈদ উপলক্ষে অসমে তাঁদের বাড়িতে যেতে চেয়েছিলেন। ঠিকাদারের কাছে ছুটি চাইলেও তিনি রাজি হননি। এর ফলে শ্রমিকরা পায়ে হেঁটে বাড়ির উদ্দ্যেশ্যে রওনা হন। যাত্রাপথে কুরুং কুমে জেলার ঘন জঙ্গলে প্রবেশের পর থেকেই নিখোঁজ তাঁরা।

পথে কুমি নদী পার হওয়ার সময় শ্রমিকরা ডুবে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে উদ্ধারকারী দলের তরফে। তবে কখন শ্রমিকরা নদীতে ডুবে গেছেন তা জানা যায়নি। তাঁদের পরিবারের সদস্যদের কাছেও কোনো তথ্য নেই। জানা গিয়েছে, এক সপ্তাহ আগে তাঁরা পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে পড়ে কুমি নদী। পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, অরুণাচল প্রদেশ সহ অসম, মিজোরাম প্রভৃতি রাজ্যে গত কয়েকদিন ধরেই চলছে প্রবল বৃষ্টি। জেলায়-জেলায় বন্যা দেখা দিয়েছে। সেই কারণেই বৃদ্ধি পেয়েছে অরুণাচলের কুমি নদীর জলস্তর।