নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ বেশ সরগরম। সর্বত্র চলছে ভোটের প্রচার, আলোচনা, সমালোচনা। মালদাতেও তার ছাপ পড়েছে। আবার ভোটের সম্মুখে মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ গাজীউদ্দিন (৫৬)।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের সূত্রে জানা যায়, ধৃত মোহাম্মদ গাজী উদ্দিনের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাতলামারি গ্রামে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গতকাল রাতে আটক করে পুলিশ। তার বাড়ি থেকে পুলিশ একটি দুই নলা বন্দুক ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করে। তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করলে তিনদিনের জন্য পুলিশের হেফাজতের নির্দেশ প্রদান করেন।