৩ কোটি স্বাস্থ্য কর্মী এবং ফ্রন্টলাইন কর্মীরাই শুধুমাত্র বিনামূল্যে করোনার টিকা পাবেন; টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন

ছবি সৌজন্যে: হর্ষবর্ধন ফেসবুক পেজ

টিডিএন বাংলা ডেস্ক: দেশের প্রায় ৩ কোটি স্বাস্থ্য কর্মী এবং ফ্রন্টলাইন কর্মীরা বিনামূল্যে করোনার টিকা পাবেন। টুইট করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। যদিও আজ সকালেই বিশ্বের সমস্ত রাজ্যের ড্রাইরান চলা প্রসঙ্গে সংবাদমাধ্যমের একটি প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, শুধুমাত্র দিল্লিতেই নয় পুরো দেশে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে। এবার নিজের সেই মন্তব্যের সাফাই দিয়ে একটি টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন লেখেন, “বিনামূল্যে ভ্যাকসিন শুধুমাত্র সেই সমস্ত মানুষদের দেওয়া দেওয়া হবে যারা স্বাস্থ্য কর্মী এবং ফ্রন্টলাইন কর্মী। এমন লোকের সংখ্যা প্রায় তিন কোটি। বাকি মানুষদের কিভাবে ভ্যাকসিন দেওয়া হবে তা নিয়ে জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।”