HighlightNewsদেশ

লোকাল ট্রেনে ৫ বছরে শুধুই ক্ষতি! দাবি ক্যাগ রিপোর্টে

টিডিএন বাংলা ডেস্ক : ৫ বছরে লোকাল চালিয়ে শুধুই ক্ষতি সরকারের। এমনই তথ্য উঠে এসেছে ক্যাগের রিপোর্টে।

সংসদে ২০১৫-১৬ আর্থিক বছর থেকে ২০১৯-২০ অর্থবর্ষ পর্যন্ত হিসেবে দেওয়া হয়েছে। ক্যাগের রিপোর্ট অনুযায়ী, ২০১৫-১৬ আর্থিক বছরে লোকাল ট্রেনে ক্ষতি হয়েছিল ৫ হাজার ১২৪ কোটি ৭৪ লক্ষ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে এই ক্ষতির পরিমাণ বেড়ে হয় ৫ হাজার ৩২৩ কোটি ৬২ লক্ষ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ১৮৪ কোটি ৪৬ লক্ষ টাকা। ২০১৮-১৯ ক্ষতির পরিমাণ হয় ৬ হাজার ৭৫৩ কোটি ৫৬ লক্ষ টাকা। ২০১৯-২০ আর্থিক বছরে সেই ক্ষতির পরিমাণ আরও বাড়ে। ৫ বছরে রেলের ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৮১২ কোটি ৯৮ লক্ষ টাকা।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মুম্বই, কলকাতাতে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ক্যাগের রিপোর্টের পর নতুন করে হিসেব শুরু করেছেন আধিকারিকরা। এমনই খবর রেল বোর্ডের শীর্ষ সূত্রে।

Related Articles

Back to top button
error: