টিডিএন বাংলা ডেস্ক : টোকিও অলিম্পিকে নীরব প্রতিবাদ চলছে ইসরায়েলের বিপক্ষে। অলিম্পিকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ইসরায়েলকে বয়কটের অনন্য নজির স্থাপন করছেন মুসলিম ক্রীড়াবিদরা। মুসলিম দেশ আলজেরিয়া থেকে অলিম্পিকে অংশ নেয়া জুডুকার ফেথি নুরিনের পর এবার সুদানের জুডুকা মোহামেদ আবদেল রাসুল নাম সরিয়ে নিলেন গ্রেটেস্ট শো অন দা আর্থ থেকে।
টোকিও অলিম্পিকে ইসরাইলকে বয়কটের মাধ্যমে ফিলিস্তিনকে সমর্থন জানানোর জন্য প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আলজেরিয়ান জুডোকা ফেহিত নুরিন এবার সেই পথই অনুসরণ করলেন সুদানের জুডোকা মোহামেদ আবদাল রাসুল।
সোমবার ২৬ জুলাই জুডো ৭৩ কেজি ইভেন্টে রাউন্ড অব ৩২-এ সুদানের জুডোকা মোহামেদ আবদাল রাসুলের প্রতিপক্ষ ছিল ইসরাইলের তোহার বাটবাল। কিন্তু সেই রাউন্ডে অংশই নেননি মোহাম্মদ আব্দুল রাসুল।
ফেহিত নুরিন নিজেই জানিয়েছিলেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অত্যাচার-হামলার প্রতিবাদে তার এ সিদ্ধান্ত। তবে মোহামেদ আবদাল রাসুলের সাথে এমন রাজনৈতিক কারণের যোগসূত্র আছে কিনা তা জানায়নি আন্তর্জাতিক জুডো ফেডারেশন।
এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সুদানের অলিম্পিক কমিটি। তবে মোহামেদ আবদাল রাসুলের ম্যাচ না খেলার কারণও হয়তো ফেহিত নুরিনের মতোই প্রতিবাদ জানানো, এমনটাই ধারণা করা হচ্ছে।
দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে জানা যায়, মোহামেদ আবদাল রাসুল দ্বিতীয় রাউন্ডে বাটবালের বিপক্ষে ম্যাচে খেলার আগে ওজন মাপানোর সময় পর্যন্তও ছিলেন, কিন্তু ম্যাচে আসেননি।
এখন দেখার বিষয়, একই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটি বয়কট করায় আব্দুল রাসুলকেও কোনো শাস্তির মুখে পড়তে হয় কি না।