আজ যন্তর মন্তরে কৃষকদের সমাবেশে বিরোধীরাও

টিডিএন বাংলা ডেস্ক : কৃষকদের সমাবেশে থাকবে বিরোধী রাজনৈতিক দল। গত সপ্তাহ থেকে যন্তর মন্তরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। তাদের দাবি একটাই। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের আনা কৃষি আইন প্রত্যাহার করা হোক। এই দাবিকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন বিরোধী শিবির।

সংসদের বাদল অধিবেশনে এই দাবি তুলেছেন বিরোধী শিবিরের সাংসদেরা। পেগাসাস ইস্যু ও
কৃষি আইন প্রত্যাহারের পাশাপাশি বিরোধীরা যে অনড়, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদেরও তা জানিয়ে দিয়েছে কংগ্রেস তৃণমূল ডিএমকে শিবসেনা আরজেডি সহ গোটা বিরোধী শিবির। শুক্রবারের এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এবার কৃষি আইনকে হাতিয়ার করে মোদি সরকারকে চেপে ধরতে চাইছে বিরোধী শিবির।

কংগ্রেস সূত্রে খবর, শুক্রবার সংসদের অধিবেশন শুরুর আগে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগের ঘরে বৈঠকে বসবেন বিরোধী দলের নেতারা। বৈঠকে হাজির থাকবেন রাহুল গান্ধিও। সেখানেই স্থির হবে যন্তরমন্তরে কর্মসূচিতে কীভাবে যোগ দেবেন বিরোধী দলের সাংসদরা। কোন কোন দল এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং কীভাবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে আজকের এই বৈঠকে।