ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মোদি সরকারের তুলনা টানলেন বিরোধীরা

টিডিএন বাংলা ডেস্ক : মোদি সরকারকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করলেন বিরোধীরা। তাদের অভিযোগ, যেভাবে সরকারি সম্পত্তি বেসরকারিকরণ ঘটাচ্ছে, তা নতুন করে ব্রিটিশ আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা মনে করিয়ে দিচ্ছে। আরজেডি নেতা তথা লালুপুত্র তেজস্বী যাদব বলেন, দেশ লুট করা বন্ধ করতে আমাদের প্রাণপণে ঝাঁপাতে হবে। তবে শুধু বিরোধীরা নয় , বিজেপির অন্দরেও বেসরকারিকরণ নিয়ে ক্ষোভ রয়েছে।

সরকারি সংস্থার বেসরকারিকরণে মরিয়া মোদি সরকার। এর মাধ্যমে রাজকোষ সামাল দেওয়া সম্ভব বলে দাবী কেন্দ্রের। আর এই উদ্যোগ যাতে ক্ষতিকর হয়ে না দাঁড়ায়, সেই আশঙ্কা শুরু হয়েছে বিভিন্ন রাজ্যে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সরকারি সংস্থার মালিক বিজেপি নয় যে তারা যখন ইচ্ছে যা ইচ্ছে বিক্রি করে দেবে। সমালোচনা করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও। তিনি বলেন, ৭০ বছর ধরে কংগ্রেস কিছুই করেনি বলে মোদি ক্রমাগত প্রচারে বলে থাকেন। আসলে ৭০ বছরে কংগ্রেস সরকার ঠিক যে সরকারি সম্পদগুলি নির্মাণ করেছিল, বিজেপি সাত বছরের মধ্যে সেগুলো বিক্রি করে দেওয়ার তালিকা তৈরি করে ফেলেছে।

সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। উত্তরপ্রদেশ নির্বাচনে বেসরকারিকরণ যে একটা ইস্যু হবে তার আভাস দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। শিবসেনা বলেছে, সরকারি সম্পদ ভারতের গর্ব। যেভাবে রাষ্ট্রয়াত্ত সংস্থাগুলি সময়ে অসময়ে ভারতের সহায়তা করে চলেছে সেটি প্রশংসাযোগ্য। সরকারি সংস্থাকে আরও শক্তিশালী করার বদলে বিক্রি করার প্রয়াস মোদি সরকারের দূরদৃষ্টির অভাবের প্রমাণ দেয়।