টিডিএন বাংলা ডেস্ক : হিজাব নিয়ে শোরগোল দেশজুড়ে। তাতে ঘৃতাহুতি দেন লেখিকা তসলিমা নাসরিন। পাল্টা জবাব ধেয়ে আসতেও দেরি হল না। বিতর্কিত লেখিকাকে জবাব মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসির।
হিজাব হল সতীত্বের পাহারাদারি করা পোশাক। যা মনে করিয়ে দেয়, মেয়েরা আসলে সম্ভোগের বস্তু। সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন লেখিকা তসলিমা নাসরিন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তসলিমার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ওয়াইসি। তাঁর কথায়, ”আমি এমন কোনও মানুষকে উত্তর দিতে চাই না যিনি ঘৃণার সিম্বলে পরিণত হয়েছেন। এমন কোনও মানুষকে উত্তর দেব না যাঁকে আশ্রয় দেওয়া হয়েছিল। যিনি ভারতে পড়ে রয়েছেন নিজের দেশে আত্মরক্ষা করতে না পেরে। তাই আমি এখানে বসে তাঁকে নিয়ে কোনও আলোচনা করব না।”
হিজাব বিতর্ক এখন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। এই বিতর্কের জন্য কংগ্রেসকেই দায়ী করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তিনি বলেন, “হিজাব বিতর্কে ইন্ধন জুগিয়েছে কংগ্রেসই এবং ইউনিফর্ম নিয়েও ভুল তথ্য প্রচার চালিয়েছে।”