বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করল বিরোধীরা

টিডিএন বাংলা ডেস্ক: আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নিতিশ কুমার। তার সাথেই শপথ গ্রহণ করবেন বিজেপির পক্ষ থেকে ৭ জন মন্ত্রী, জেড ইউ এর পক্ষ থেকে ৫ জন মন্ত্রী এবং হাম ও বিইপির পক্ষ থেকে শপথ গ্রহণ করবেন একজন করে মন্ত্রী।শপথগ্রহণ সমারোহের জন্য ইতিমধ্যেই রাজভবনের মন্ডপ চত্বর সুসজ্জিত করা হয়েছে। এই পরিস্থিতিতে বিহারে এনডিএর বিরোধী দলগুলি একত্রে এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করার কথা ঘোষণা করেছে। কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেসের অভিযোগ জনমত চুরি করে সরকার গঠন করা হচ্ছে।