টিডিএন বাংলা ডেস্ক: বুধবার কেন্দ্রের সঙ্গে ফের একবার বৈঠকে বসবে আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যরা। আগামীকালের এই বৈঠকের আগেই সংযুক্ত কিষান মোর্চার ২ কৃষক নেতা এনসিপি সভাপতি শরদ পাওয়ারের বাড়িতে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন। কৃষক নেতাদের দাবি এনসিপি সভাপতি শরদ পাওয়ার তাদের আশ্বাস দিয়েছেন যে ৩০ ডিসেম্বর সরকারের সঙ্গে কৃষক প্রতিনিধিদের বৈঠকের পরেও কোনো সমাধান সূত্র না পাওয়া গেলে ইউপিএর সমস্ত সহযোগী দলগুলি একত্রে রাস্তায় নেমে কৃষক আন্দোলনকে সমর্থন করবে।