টিডিএন বাংলা ডেস্ক : লাখিমপুর খেরি কান্ডের জন্য কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের অপসারণ ও রাজ্যসভার ১২ জন সাংসদের সাসপেনশন তুলে নেওয়ার দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলি বেশ কিছু দিন ধরেই সাংসদে আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় এবার আগামিকাল সকালে সংসদ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করার যৌথ সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলি। এই মিছিলে কংগ্রেস, তৃণমূল, শিবসেনা, ডিএমকে, এনসিপি-সহ সব বিরোধী দলের সাংসদই অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
শীতকালীন অধিবেশন আর মাত্র তিন দিন হবে। ফলে সাসপেনশন তুলে নেওয়া হলেও বিরোধীদের তেমন কোনো লাভ নেই। তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পাঁচ রাজ্যের আসন্ন ভোটের দিকে তাকিয়েই কেন্দ্রের উপর চাপ তৈরির কৌশল হিসাবে এই কর্মসূচি নিয়েছে বিরোধীরা। সোমবার দফায় দফায় সংসদ অচল করে রাখলেও লোকসভায় নির্বাচনী সংস্কার সংক্রান্ত রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বিলটি পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র।
বিরোধী দলীয়নেতা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খড়্গের ঘরে তৃণমূল ছাড়া বাকি প্রধান বিরোধী দলগুলির সংসদীয় নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে মল্লিকার্জুন খড়্গে জানান, “সরকারের ডাকা বৈঠকে আমরা যোগ দিচ্ছি না। সংসদে আমরা রাজ্যসভার ১২ জন সাংসদের সাসপেনশন তুলে নেওয়া ও অজয় মিশ্রের পদত্যাগ দাবি করব।” তিনি আরও বলেন, বিরোধী সাংসদেরা আগামিকাল এই সব দাবিতে বিজয় চক পর্যন্ত মিছিল করবেন।
এছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সরকার সংসদে কোনও বিষয়ই তুলতে দিচ্ছে না। লখিমপুর খেরি, বিরোধী সাংসদদের সাসপেনশন, কৃষকদের দাবি নিয়ে আলোচনা করতে চাইছে না সরকার।”
যদিও কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে বিরোধীরা সাংসদ অধিবেশন সুষ্ট ভাবে চালাতে দিচ্ছে না। এ প্রসঙ্গে রাহুল বলেন, “বিরোধীদের দায়িত্ব নয় সংসদ সুষ্ঠু ভাবে চালানো। সেই দায়িত্ব সরকারের। তারা তা পালন করছে না।”