HighlightNewsদেশ

মেঘালয় বিধানসভায় রাজ্যপালের হিন্দিতে বক্তৃতা নিয়ে ধুন্ধুমার কান্ড, ওয়াকআউট করলেন বিরোধীরা

টিডিএন বাংলা ডেস্ক: মেঘালয় বিধানসভার বাজেট অধিবেশনে সোমবার রাজ্যপালের হিন্দিতে বক্তৃতা দেওয়া নিয়ে ধুন্ধুমার কান্ড বেঁধে যায়। রাজ্যপাল ফাগু চৌহান হিন্দিতে ভাষণ দিলে ভয়েস অফ পিপলস পার্টি (ভিপিপি) সহ চার দলের বিধায়করা ক্ষুব্ধ হন। সংসদ থেকে ওয়াকআউট করেন বিধায়করা। বিধানসভার স্পিকার টমাস এ. সাংমা এবং মুখ্যমন্ত্রী কনরাড সাংমা তাঁদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরও তাঁরা রাজি হননি।
ওয়াকআউটের আগে, ভিপিপি বিধায়ক আরডেন্ট মিলার বাসাইভামোইট এবং মুখ্যমন্ত্রী সাংমার মধ্যে হাতাহাতি হয়। বাসাইভামোইত বলেন, মেঘালয় একটি হিন্দিভাষী রাজ্য নয়, তাই হিন্দিতে রাজ্যপালের ভাষণ জনগণের অনুভূতির বিরুদ্ধে ছিল। কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষের ওপর হিন্দি চাপিয়ে দিতে পারে না। মেঘালয় বিধানসভার অফিসিয়াল ভাষা ইংরেজি এবং স্থানীয় ভাষা খাসি ও গারো।

মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এই বিষয়ে বলেন, একজন সিনিয়র বিধায়কের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত ছিল না। অন্যদিকে, বিধায়ক বাসাইভামোইত বলেন, রাজ্যপাল হিন্দিতে কী বললেন আমরা কিছুই বুঝিনি। এই কারণেই আমরা এই কার্যক্রমের অংশ হতে চাই না। যাদের কোনো সমস্যা নেই তাঁরা হাউসে বসে থাকতে পারবেন।
বিধানসভার স্পিকার টমাস এ সাংমা বলেন, রাজ্যপাল হিন্দিতে হাউসে ভাষণ দিতে পারেন। তাঁর ভাষণের একটি অনুলিপি ইংরেজিতে বিধানসভার সকল সদস্যকে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, গভর্নর ঠিকমতো ইংরেজি পড়তে জানেন না, তাই তিনি হিন্দিতে ভাষণ দেন। স্পিকার বাধা দেওয়ার পরেও বিধায়করা ওয়াক আউট করে রাজ্যপালকে অপমান করেছেন। মুখ্যমন্ত্রী সকল সদস্যকে বিধানসভার ডেকোরাম বজায় রাখার আহ্বান জানান।

Related Articles

Back to top button
error: