উনি এলে আমাদের লড়াই আরও জোরদার হবে, শুভেন্দুকে স্বাগত জানিয়ে মন্তব্য বিজেপি নেতার

ছবি সৌজন্যে শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: উনি এলে আমাদের লড়াই আরও জোরদার হবে, শুভেন্দুকে স্বাগত জানিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে দুর্গাপুরের রাতুরিয়ায় তিনি শুভেন্দু প্রসঙ্গে বলেন, “অবশ্যই। রাজনীতিতে, নন্দীগ্রামে ওনার একটা বড় অবদান আছে। উনি এলে আমাদের লড়াই আরও জোরদার হবে। আরও বেশি মানুষ এই লড়াইয়ের শরিক হবেন। আমরা ওনাকে স্বাগত জানিয়েছি। উনি আসবেন কি না, সেটা ওনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি ঠিক করবেন।”