HighlightNewsদেশ

আমাদের হিন্দুত্ব ওদের হিন্দুত্বের থেকে আলাদা, মহারাষ্ট্রে সহিংসতা ছড়ানোর জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন আদিত্য ঠাকরে

টিডিএন বাংলা ডেস্ক: মঙ্গলবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে মহারাষ্ট্রে সহিংসতা ছড়ানোর অভিযোগ করেন। হায়দরাবাদের গীতম বিশ্ববিদ্যালয়ে তিনি বলেন, আমাদের হিন্দুত্বের সংজ্ঞা খুবই স্পষ্ট এবং আমরা বিজেপির হিন্দুত্বে বিশ্বাস করি না। মানুষ কি খায় তার ওপর ভিত্তি করে আমরা জীবন্ত পুড়িয়ে দেই না। এটা যদি বিজেপির হিন্দুত্ব হয়, তাহলে এটা না তো আমার কাছে গ্রহণযোগ্য, না আমার বাবার কাছে, না আমার দাদুর কাছে, না মহারাষ্ট্রের মানুষের কাছে।

Related Articles

Back to top button
error: