HighlightNewsদেশরাজ্য

ইউপিএসসিতে নজরকাড়া সাফল্য পশ্চিমবঙ্গের, দ্বিতীয় স্থানে অঙ্কিতা আগরওয়াল

টিডিএন বাংলা ডেস্ক: গতকাল সোমবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) ২০২১ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। তারা যে শীর্ষস্থানীয় মেধা তালিকা প্রকাশ করেছে তাতে নজরকাড়া সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ। কলকাতার মেয়ে অঙ্কিতা আগরওয়াল মেধাতালিকায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তবে ইউপিএসসিতে শুধু অঙ্কিতাই সাফল্য পায়নি ৪৩ নম্বর স্থানে নাম উঠেছে দমদমের ছেলে শুভম শুক্লার।

জানা গিয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সোমবার চূড়ান্ত নিয়োগের জন্য মোট ৬৮৫ জন প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করেছে। এই বছরের ইউপিএসসির মেধা তালিকার তাৎপর্যপূর্ণ দিক হল তিনজন টপারই মহিলা- শ্রুতি শর্মা, অঙ্কিতা আগরওয়াল এবং গামিনী সিংলা। অঙ্কিতা আগরওয়াল ইতিপূর্বে ডালবার্গে একটি কর্পোরেট পরামর্শদাতা সংস্থায় চাকরি করতেন। কিন্তু চাকরি করে ইউপিএসসির জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই তিনি ২০১৮ সালে চাকরি ছেড়ে দিয়ে ইউপিএসসির জন্য প্রস্তুতি শুরু করেন। ২০১৯ সালে ইউপিএসসিতে পরীক্ষা দেন। কিন্তু সর্বভারতীয় স্তরে ২৩৯ র‌্যাঙ্ক হওয়ায় তিনি। আবারও পরিক্ষায় বসে দ্বিতীয় বারের প্রচেষ্টায় এই সাফল্য পেলেন।

Related Articles

Back to top button
error: