টিডিএন বাংলা ডেস্ক : ফের নিজের দলের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য। যার জেরে বিতর্কে বরুণ গান্ধি।
দলে থাকছেন, তারপরে দল ও সরকারের অস্বস্তি বাড়াচ্ছেন। বরুণ গান্ধি যেন এখন বিজেপির দ্বিতীয় সুব্রহ্মণ্যম স্বামী। এর আগে সরকারের বিভিন্ন নীতি ও অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন বরুণ গান্ধি। এর মধ্যে ছিল কৃষি বিলও। এরপরে নতুন করে তার নিশানায় দল এবং কেন্দ্রীয় সরকার। বিভিন্ন ব্যাংক জালিয়াতি এবং তাদের পেছনে থাকা অপরাধীদের নাম তুলে ধরে কেন্দ্রকে তোপ দেগেছেন বরুণ। বরুণের তালিকায় আছে বিজয় মালিয়া, নীরব মোদি এবং এবিজি শিপইয়ার্ডের প্রাক্তন চেয়ারম্যান ঋষি আগরওয়াল। বরুণের তোপ, এই ধরনের দুর্নীতি রুখতে শক্তিশালী সরকার, শক্তিশালী পদক্ষেপ করবে বলে আশা করছি।”
বরুণ টুইটারে লেখেন, এমন একটা সময় এই ধরনের লোকরা সমৃদ্ধির শিখরে বাস করছেন, যখন ঋণের দায়ে জর্জরিত হয়ে দেশে প্রতিদিন ১৪ জন মানুষ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। এই মহা দুর্নীতির অবস্থায় একটি শক্তিশালী সরকারের থেকে শক্তিশালী পদক্ষেপের আশা আছে।” উত্তরপ্রদেশের পিলিভিটের বিজেপি সাংসদ বরুণের কথাতেই স্পষ্ট, আর্থিক কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে ধরে তিনি প্রকারান্তরে কেন্দ্রীয় সরকারকেই নিশানা করেছেন।