টিডিএন বাংলা ডেস্ক : নভেম্বরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) পর্যায়ের শীর্ষ বৈঠক আয়োজন করতে চলেছে নয়াদিল্লি। সরকারি তরফে এ বিষয়ে বিবৃতি না দেওয়া হলেও শোনা যাচ্ছে, ১০-১১ নভেম্বর ওই বৈঠক হতে পারে। তাতে আমন্ত্রণ জানানো হতে পারে আমেরিকা, রাশিয়া, তাজিকিস্তান, চিনের পাশাপাশি পাকিস্তানের প্রতিনিধিকেও। সূত্রের খবর, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফকে ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ ব্যাপারে ইসলামাবাদ কিছু জানায়নি। কিন্তু পাকিস্তানের সঙ্গে কীসের আলোচনা? এই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ভূ-স্বর্গে রোজ জঙ্গিহানা। সন্ত্রাসী হামলায় প্রাণ যাচ্ছে সাধারণ নাগরিকের। এই অবস্থায় পাকিস্তানকে আলোচনার টেবিলে ডাকার কোনও প্রয়োজন হয় না বলে মনে করছেন হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, আমরা কেন সংঘর্ষবিরতি চুক্তিতে রাজি হয়েছিলাম! রোজ সীমান্ত পারের সন্ত্রাসের বলি হচ্ছেন আমাদের জওয়ান, সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কী আলোচনা থাকতে পারে? আসলে বিজেপি সরকারের কোনও স্থির বিদেশনীতি নেই।” সূত্রের খবর, তালিবানরা কাবুল দখলের পর এই বৈঠক রাখতে চেয়েছিল নয়াদিল্লি। কিন্তু একাধিক কারণে তা বারবার পিছিয়ে যায়। নির্ধারিত সূচি অনুযায়ী ২০ অক্টোবর আফগানিস্তান ইস্যুতে এমনই একটি বৈঠক ডেকেছে রাশিয়া। বৈঠকে থাকার কথা তালিব প্রতিনিধিদের। থাকবে ভারতও। বৈঠকে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।