টিডিএন বাংলা ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন,”পাকিস্তানের পূর্ববর্তী সরকারগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের মিথ্যা সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে অংশগ্রহণের আহ্বান প্রত্যাখ্যান করার মত সাহস দেখাতে পারেনি।” তিনি অভিযোগ করেন, “এর ফলে পাকিস্তানি জনগণকে কঠিন মূল্য দিতে হয়েছে। পূর্ববর্তী সরকার গুলো প্রতিনিয়ত পাকিস্তানি জনগণকে মিথ্যা তথ্য দিয়েছে।” তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, “তাঁর সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো সন্ত্রাসবাদি যুদ্ধ বা আঞ্চলিক উত্তেজনায় জড়াবে না।” তিনি অভিযোগ করেন, “মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের নামে আফগানিস্থানে অন্যায় করেছে। তারা সেখানে যুদ্ধে পরাজিত হয়েছে। আর এই পরাজয়ের দায় পাকিস্তানের উপর চাপানোর চেষ্টা করছে।” তিনি আরও বলেন, “আমেরিকার সঙ্গে সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নেওয়ায় পাকিস্তানের চরম মূল্য দিতে হয়েছে অথচ আমেরিকা এর মূল্য দিতে নারাজ”। তিনি বলেন, পাকিস্তান আফগানিস্তানে শান্তি সংহতি ও ভূ-রাজনৈতিক স্বাধীনতা কে সম্মান করে। পাকিস্তান সর্বদা আফগানিস্তানের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। উল্লেখ্য যে, পাকিস্তানের ইমরান খান সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের সম্পর্ক প্রতিনিয়ত খারাপ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমেরিকা পাকিস্তানের বিভিন্ন খাতে অনুদান কমিয়ে দিয়েছে। এর আগে ইমরান খান স্পষ্ট ভাবে বলেন, “আফগানিস্তানের যুদ্ধে আমেরিকাকে পাকিস্তানের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না।”