HighlightNewsদেশ

গুজরাটে ভারতীয় কোস্ট গার্ডের হাতে ধরা পড়ল পাকিস্তানি বোট আল তাইসা, উদ্ধার ২০০ কোটি টাকার হেরোইন

টিডিএন বাংলা ডেস্ক: ভারতীয় কোস্ট গার্ড এবং গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) বুধবার সকালে ২০০ কোটি টাকার ৪০ কেজি মাদক বহনকারী একটি পাকিস্তানি নৌকাকে আটক করেছে। আধিকারিকদের মতে, পাকিস্তানি বোট আল তাইসা এবং এর ছয়জন নাবিককে ভারতীয় জলসীমার ৬ মাইলের মধ্যে আটক করা হয়েছে। এর জন্য গুজরাটের জাখাউ উপকূল থেকে আইসিজির দুটি নৌকা ৩৩ নটিক্যাল মাইল দূরত্বে গিয়েছিল। পাকিস্তানি নৌকা থেকে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য জাখাউয়ে আনা হচ্ছে।

Related Articles

Back to top button
error: