টিডিএন বাংলা ডেস্ক : পঞ্চায়েত প্রধানের স্বামীকেই হুমকি! কাঠগড়ায় গ্রামের ঠাকুর সম্প্রদায়ের ব্যক্তিরা। অভিযোগ, দৌদাপুর গ্রামের পঞ্চায়েত প্রধান মঞ্জু দেবীকেও গৃহবন্দি করে রাখা হয়েছিল। অভিযোগ ঘিরে চাঞ্চল্য উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার ওই গ্রাম।
ঠিক কী হয়েছে ঘটনাটি? সম্প্রতি স্থানীয় একটি স্কুলে মিড ডে মিলের খাবার নিয়ে ভেদাভেদ তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। দলিত শিশুদের থালা-বাসন আলাদা রাখার নির্দেশ দেওয়া হয়। এমনকী সেই থালা-বাসন শিশুদেরকেই ধুতে বাধ্য করছে স্কুল। এই বিষয়ে প্রতিবাদ করে অভিযোগ জানান পঞ্চায়েত প্রধানের স্বামী সাহাব সিং। ব্যস! তাতেই রাগে অগ্নিশর্মা ঠাকুর সম্প্রদায়। অভিযোগ, এরপর থেকেই তাঁর পরিবার হুমকির মুখে। সাহাব সিং-এর অভিযোগ, ‘ঠাকুর সম্প্রদায় হুমকি দিচ্ছেন। তারা বলছেন, একজন দলিত প্রধানকে গ্রামপ্রধান মানব না।‘ এমনকী সাহাব সিংয়ের উদ্দেশে কুকথার বন্যা ছড়ানো হচ্ছে। এমনকী তাঁকে মারধরের হুমকি দেওয়া হয়েছে।
ঠাকুর সম্প্রদায়ের এই কুকীর্তির কথা জানানো হয়েছে পুলিশকেও। তাঁর কথায়, ‘আমি জেলার এসপির সঙ্গে দেখা করতে এসেও দেখা পায়নি। এই অভিযোগ আমি সব জায়গায় জানাব। এমনকী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিকেও জানাব।‘ উল্লেখ্য, সাহাব সিংয়ের স্ত্রী মঞ্জু দেবী সেই রাজ্যে সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে এসসি সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়ে গ্রাম প্রধান হয়েছেন।