HighlightNewsদেশ

সরকারকে অন্তিম হুঁশিয়ারি খাপ পঞ্চায়েতের: ব্রিজভূষণকে গ্রেপ্তার না হলে ৯ জুন আবার যন্তর মন্তরে বসবেন কুস্তিগীররা

টিডিএন বাংলা ডেস্ক: রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনকারী কুস্তিগীরদের সমর্থনে শুক্রবার হরিয়ানার কুরুক্ষেত্রে খাপ এবং কৃষক সংগঠনগুলির একটি মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হয়। প্রায় ৫ ঘণ্টা ধরে চলা এই মহাপঞ্চায়েতে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে ৯ জুন পর্যন্ত এক অন্তিম হুঁশিয়ারি দেওয়া হয়।

মহাপঞ্চায়েতে নেওয়া এই সিদ্ধান্তের কথা জানিয়ে কৃষক নেতা রাকেশ টিকাইত বলেন, সরকার যদি ৯ জুনের মধ্যে ব্রিজভূষণকে গ্রেপ্তার না করে এবং কুস্তিগীরদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি প্রত্যাহার না করে, তবে খাপ নেতারা আবার যন্তর মন্তরে গিয়ে কুস্তিগীরদের ধর্নায় বসতে বাধ্য করবেন।

উল্লেখ্য, এদিনই ব্রিজ ভূষণ ৫ জুন অযোধ্যায় অনুষ্ঠিত হতে চলা তাঁর মেগা সমাবেশ বাতিল করেছেন। সূত্রের খবর, বিজেপি হাইকমান্ডের নির্দেশেই জনসভা বাতিল করেছেন ব্রিজ ভূষণ। তাঁকে বাগাড়ম্বর এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে হাইকমান্ড।

ব্রিজ ভূষণের বিরুদ্ধে দুটি এফআইআর-এ কুস্তিগীররা অভিযোগ করেছেন, ব্রিজ ভূষণ তাঁদের সঙ্গে বেশ কয়েকবার শ্লীলতাহানি করেছেন। তাঁদের অনুপযুক্তভাবে স্পর্শ করেছে। এমনকি শ্বাস পরীক্ষা করার অজুহাতে তাঁদের টি-শার্টও খুলে দিতেন। নাবালিকা কুস্তিগীরের অভিযোগ, ব্রিজভূষণ তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কের দাবি করেছিলেন।

Related Articles

Back to top button
error: