HighlightNewsরাজ্য

সময়ের পূর্বেই হতে পারে পঞ্চায়েত ভোট! নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়েছে জল্পনা

টিডিএন বাংলা ডেস্ক: নির্দিষ্ট সময়ের পূর্বেই কি তাহলে রাজ্যে শুরু হচ্ছে পঞ্চায়েত ভোট! রাজ্য নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু নির্দেশ এবং তত্‍পরতা দেখে শুরু হয়েছে এমন জল্পনা। সম্প্রতি জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের জন্য আগাম প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। খবরে প্রকাশ, এখন আপাতত আসন ‘ডিলিমিটেশন’ বা পুনর্বিন্যাস এবং সংরক্ষণের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ ভাবে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্টিত হয় ২০২৩ সালের মে মাসে। যার প্রায় ১ বছর বাঁকি আছে এখনও। কিন্তু এরই মধ্যে রাজ্য নির্বাচন কমিশন এমন তত্‍পরতা শুরু করলো কেন? তাহলে কি পঞ্চায়েত ভোট এগিয়ে আনতে চলেছে এমনই জল্পনা শুরু হয়েছে রাজ্যে।

Related Articles

Back to top button
error: