দেশ

অজানা জ্বরের আতঙ্ক, প্রাণ বাঁচাতে পালাচ্ছেন গ্রাম ছেড়ে

টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশের গ্রামে এখন অজানা জ্বরের তাণ্ডব। একমাসে প্রায় এক ডজন মৃত্যু। গ্রাম নাকি শ্মশানপুরী, কে বলবে! মৃতদের মধ্যে আট-আশি সব বয়সের মানুষ রয়েছেন। সম্প্রতি কানপুর নগর জেলার কুরসৌলি গ্রামে গিয়ে দেখা গিয়েছে, বেশিরভাগ বাড়ি বাইরে থেকেই তালাবন্ধ। কয়েকটি বাড়িতে কেবল রয়ে গিয়েছেন পুরুষরা। মহিলা ও শিশুদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। অজানা জ্বরের আতঙ্কে এবং প্রিয়জনকে বাঁচাতে ভিটে-মাটি ছেড়েছেন গ্রামবাসীরা।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই গ্রামে অজানা জ্বরে প্রথম মৃত্যু তন্নু প্রজাপতি নামে এক কিশোরের। ১৯ আগস্ট তার মৃত্যুর খবর স্থানীয় হাসপাতালে এসেছে। তারপর থেকেই অল্পবয়সি-বৃদ্ধ কমবেশি নয় জনের এই জ্বরে মৃত্যু হয়েছে। সম্প্রতি মারা গিয়েছেন গ্রাম প্রধানের গীতা নামে এক আত্মীয়। ৪০ বছর বয়সি গ্রামপ্রধানের কথায়, বাড়িতে আমার স্ত্রী ও সন্তানদের আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমাকে থেকে যেতে হয়েছে গৃহপালিত মোষগুলির সেবার জন্য।

যদিও জ্বরের নেপথ্যের কারণ এখন নির্ধারণ করতে পারেনি জেলা প্রশাসন। জেলার এক স্বাস্থ্যকর্তা বলেছেন,’যারা মারা গিয়েছেন, তাঁদের নমুনায় ডেঙ্গু কিংবা ম্যালারিয়ার জীবাণু মেলেনি। যারা সুস্থ হয়েছেন, তাঁদের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে। এখন পর্যন্ত ম্যালেরিয়া আক্রন্ত কোনও রোগীর সন্ধান মেলেনি জেলায়।’ তবে কেবল উত্তরপ্রদেশ নয়, সারা দেশেই কম বেশি এই আতঙ্ক। অন্তত ৫টি রাজ্যের পরিস্থিতি বেশ খারাপ। এদের মধ্যে গুরুতর অবস্থা মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের।

Related Articles

Back to top button
error: