HighlightNewsদেশ

দাম বাড়ছে পার্লে-জির

টিডিএন বাংলা ডেস্ক : আম আদমির বিস্কুট আর আম রইল না। এবার পার্লে-জি বিস্কুটের দাম বাড়তে চলেছে। দাম বাড়ছে ৫ থেকে ১০ শতাংশ। সংস্থার তরফে জানানো হয়েছে, উৎপাদনের খরচ বেড়ে গেছে। দাম বেড়েছে চিনি, গম ও ভোজ্য তেলের। সেইজন্যই দাম বাড়ানোর এই সিদ্ধান্ত।

কেন দাম বাড়ছে? সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, পাম তেল, ময়দা, চিনি, জ্বালানি খরচ ইত্যাদি সবই প্রায় ১৫-৩০% বৃদ্ধি পেয়েছে। ফলে বহু বছর আগের দামে বিস্কুট উৎপাদন ও বিক্রি করতে গিয়ে আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। সেই কারণেই বাধ্য হয়ে দাম বৃদ্ধির সিদ্ধান্ত। ১০ বা ২০-৩০ টাকার প্যাকে অবশ্য এমআরপি বাড়াচ্ছে না পার্লে। কিন্তু পরিমাণ কম করা হচ্ছে। অর্থাৎ ঘুর পথে দাম বৃদ্ধিই পাচ্ছে। কম্পানির সিনিয়ন ক্যাটাগরি প্রধান ময়াঙ্ক শাহ বলেন, আমরা ৫ থেকে ১০ শতাংশ দাম বাড়িয়েছি। কম্পানি ২০ টাকা বা তার বেশি দামের বিস্কুট ও অন্যান্য উৎপাদনের দাম বাড়িয়েছে।

Related Articles

Back to top button
error: