টিডিএন বাংলা ডেস্ক : কিছুদিন আগেই ইসরাইলের প্রতিবেশী আরব দেশ জর্দানের সঙ্গে ইসরাইলের জ্বালানি ও পানি বিনিময় সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির প্রতিবাদে আন্দোলন শুরু হয় গোটা দেশ জুড়ে। এবার সেই আন্দোলনের রেশ ধরে এই চুক্তির প্রতিবাদে জর্দানের বেশ কিছু সাংসদ জাতীয় সংসদের অধিবেশন বর্জন করলেন। এই সাংসদদের অধিবেশন বর্জনের ফলে কোরাম সংকট দেখা দেয়। যার যেরে প্রতিনিধি পরিষদের স্পিকার আবদুল করিম আল-দাগমি অধিবেশন স্থগিত করতে বাধ্য হন।
ইতিপূর্বে জর্দানের জনগণ এই চুক্তির প্রতিবাদে সংসদের নিম্নকক্ষের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়। তাদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন দেখা যায়। সেগুলির কোনোটায় লেখা “ইহুদিবাদী শক্তির সঙ্গে করা চুক্তি ধ্বংস হোক”।
উল্লেখ্য যে, মার্কিন প্রতিনিধি জন কেরির উপস্থিতিতে জর্দান, ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত এই চুক্তি স্বাক্ষরিত করে। এই চুক্তি অনুযায়ী জর্দান ইসরাইলকে প্রত্যহ ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে। অন্যদিকে তার বদলে ইসরাইল জর্দানকে ২০ কোটি ঘনমিটার পানি দেবে।